দেশের কিছু এলাকায় তাপপ্রবাহ অব্যাহত, কোথাও কোথাও স্বস্তির সম্ভাবনা
বাংলাদেশের বেশ কিছু জেলার ওপর দিয়ে এখনো মৃদু তাপপ্রবাহ বয়ে চলেছে, তবে কিছু এলাকায় সেই তাপপ্রবাহের তীব্রতা কিছুটা কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, রংপুর ও রাজশাহী বিভাগের বেশ কিছু জায়গা ছাড়াও টাঙ্গাইল, ময়মনসিংহ, মৌলভীবাজার, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, বাগেরহাট, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় মৃদু তাপপ্রবাহ বইছে। তবে এর মধ্যে কিছু এলাকায় তাপপ্রবাহ কমে আসার সম্ভাবনা রয়েছে।
এছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু-একটি জায়গায়ও বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই, অর্থাৎ তাপমাত্রা প্রায় একই থাকবে।
সিনপটিক বিশ্লেষণে বলা হয়েছে, বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় নয় এবং উত্তর বঙ্গোপসাগরে এটি দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে।
গতকাল বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী, ঈশ্বরদী, রংপুর ও ডিমলায়—যেখানে তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে, ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুতুবদিয়ায়, ৪১ মিলিমিটার।
আবহাওয়ার এমন বৈচিত্র্যময় চিত্র জনজীবনে একদিকে যেমন গরমের কষ্ট দিচ্ছে, অন্যদিকে কোথাও কোথাও স্বস্তির বৃষ্টিও এনে দিচ্ছে।