ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি: ‘যুদ্ধ শুরু করতে পারেন, কিন্তু শেষ করব আমরা’

ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি: ‘যুদ্ধ শুরু করতে পারেন, কিন্তু শেষ করব আমরা’

Image: The Associated Press

By Alap 24

Reporting from Dhaka - June 23, 2025

‘যুদ্ধ শুরু করতে পারেন, কিন্তু শেষ করব আমরা’—যুক্তরাষ্ট্রকে আবারও হুঁশিয়ারি ইরানের আইআরজিসির

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (IRGC) এক বিবৃতিতে আবারও কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে যুক্তরাষ্ট্রের উদ্দেশে। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বাংলার বরাতে এ তথ্য জানা যায়।

সংগঠনটির মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি বলেন, যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধ শুরু করেছে এবং ইরানের ‘পবিত্র ভূমিতে’ হামলা চালিয়ে দেশটির সার্বভৌমত্বে গুরুতর হস্তক্ষেপ করেছে। তিনি স্পষ্ট করে জানান, এ ধরনের আগ্রাসনের ‘ভয়াবহ, অনুশোচনা করার মতো এবং অপ্রত্যাশিত পরিণতি’ ভোগ করতে হবে যুক্তরাষ্ট্রকে।

জোলফাঘারি বলেন, “আমাদের প্রতিক্রিয়া শুধু প্রতিশোধমূলক হবে না, বরং শক্তিশালী, সুপরিকল্পিত এবং নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক অভিযান হিসেবে কার্যকর হবে।” তিনি আরও বলেন, ইরান আগ্রাসনের জবাব দিতেই জানে এবং এর পরিণতি পশ্চিমা বিশ্ব কল্পনাও করতে পারবে না।

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি সম্বোধন করে জোলফাঘারি বলেন, “ট্রাম্প, জুয়ারি! আপনি হয়তো এই যুদ্ধ শুরু করতে পারেন, কিন্তু শেষ করব আমরা!”

এই সময় ইরান এমন এক সংকেত দিচ্ছে যা মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিতে পারে। বিশ্লেষকরা বলছেন, IRGC-এর এই বক্তব্য শুধু প্রতিক্রিয়া নয়, বরং এটি একটি সুসংগঠিত সামরিক জবাবের পূর্বাভাস।

এদিকে যুক্তরাষ্ট্রের এই হামলার প্রতি আবারো সমর্থন জানিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এক সংবাদ সম্মেলনে জানান, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে তার দেশ সম্পূর্ণরূপে পাশে রয়েছে।

ক্যানবেরায় অনুষ্ঠিত ঐ সংবাদ সম্মেলনে আলবানিজ বলেন, “আমরা কোনো ধরনের উত্তেজনা কিংবা পূর্ণমাত্রার যুদ্ধ চাই না। তবে প্রয়োজন হলে আমরা আমাদের মিত্রদের পাশে দাঁড়াব।” এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং।

তবে অস্ট্রেলিয়া কূটনৈতিক সমাধানের পথও খোলা রাখার আহ্বান জানিয়েছে। প্রধানমন্ত্রী বলেন, “আমরা সর্বদা আলোচনার পক্ষেই আছি। আমরা ইরানসহ সব পক্ষকে আহ্বান জানাই, তারা যেন এমন কোনো পদক্ষেপ না নেয় যা গোটা অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে।”

এই পরিস্থিতি ক্রমেই আরও জটিল রূপ নিচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা শুধু দ্বিপাক্ষিক সংকট নয়, বরং একটি বৃহত্তর ভূ-রাজনৈতিক সংঘাতের ইঙ্গিত দিচ্ছে বলে আশঙ্কা করছেন পর্যবেক্ষকরা।

Related Topics:

Share: