কর ফাঁকি ও দুর্নীতির মামলায় খালাস পেলেন বিএনপির নেতা দুলু ও তাঁর স্ত্রী
দীর্ঘ ১৭ বছর ধরে চলমান দুর্নীতি ও কর ফাঁকির মামলায় খালাস পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিন। রোববার (২২ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. আবুল কাশেম তাঁদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার রায় ঘোষণা করেন।
দুদকের দায়ের করা মামলার এজাহারে বলা হয়, দুলু ও তাঁর স্ত্রী আট কোটি ৪৪ লাখ ৩৭ হাজার ১০৮ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগ দখলে রেখেছেন। এছাড়া, আরও পাঁচ কোটি এক লাখ ৩১ হাজার ৭৭৩ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগও আনা হয় তাঁদের বিরুদ্ধে।
এই অভিযোগে ২০০৭ সালের ১৯ এপ্রিল দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মাহফুজা আক্তার রাজধানীর রমনা থানায় তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তভার পান দুদকের সহকারী পরিচালক নুর জাহান, যিনি একই বছরের ১৯ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলাটি দীর্ঘদিন ধরে চলমান থাকলেও আজ আদালতের রায়ে উভয় আসামিকে অভিযোগ থেকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়। বিচারক রায়ে বলেন, অভিযোগের পক্ষে প্রসিকিউশনের উপস্থাপিত প্রমাণাদি সন্দেহাতীতভাবে অপরাধ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে।
এই রায়কে স্বাগত জানিয়ে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, "দীর্ঘদিন ধরে আমরা আইনের প্রতি আস্থা রেখেছিলাম। আজ আদালতের এই রায় প্রমাণ করলো, এ মামলাটি ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক।"